গাজীপুরের টঙ্গীতে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গুরুতর আহত স্বামীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৭ জুন) রাতে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাভেদ মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২৬ জুন) রাতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যক্তি হলেন, লক্ষ্মীপুর সদর থানার বুদাগাজী বাড়ি গ্রামের শাহ আলম মিয়ার ছেলে মনির হোসেন (৩৭)। অভিযুক্ত স্ত্রী রাজশাহী জেলার গোদাগাড়ী থানার পাকড়ী গ্রামের ইনসান আলীর মেয়ে সাথী বেগম (৩৪)।
জানা গেছে, বিয়ের পর থেকে মনির ও সাথীর মধ্যে ঝগড়া লেগেই থাকত। রোববার (২৬ জুন) রাতে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে কাপড় সেলাই কাজে ব্যবহৃত সিজার দিয়ে সাথী স্বামী মনিরের গোপনাঙ্গে আঘাত করলে কেটে পরে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাভেদ মাসুদ বলেন, এ ঘটনার পর অভিযুক্ত সাথীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে একটি মামলা দায়ের করা হয়েছে।