সারা দেশের ১৬ কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর ঘটছে নানান ঘটনা, দুর্ঘটনা। যার খবর সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দেশের মূল ধারার সংবাদমাধ্যমেও শিরোনাম হয়ে উঠে এসেছে।
শনিবার (২৫ জুন) জাতির বহুল প্রত্যাশিত পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই নিষেধাজ্ঞা অমান্য করে সেতুর ওপর হাঁটাহাঁটি করা, সেলফি তোলা, টিকটক করা, নামাজ পড়া, সেজদা করা, দ্রুত গতিতে মোটরসাইকেল চালানো এমনকি সেতুর রেলিংয়ের নাট বল্টু খোলাসহ কত ঘটনা। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি সাড়া ফেলেছে পদ্মা সেতুর ওপর সাদা শার্ট পরিহিত এক ব্যক্তির মূত্র বিসর্জনের স্থির ছবি। যা ইতোমধ্যে ভাইরাল হয়েছে।
রোববার (২৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ব্যক্তির ছবি আইনশৃঙ্খলা বাহিনীর চোখে পড়েছে।
পদ্মা সেতুতে মূত্র বিসর্জন করা ওই যুবককে খোঁজা হচ্ছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ সেন্টারের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ।
এরই মধ্যে পদ্মা সেতুর ওপর মূত্র বিসর্জনের আরেকটি ভিডিও ছড়িয়েছে। মোটরসাইকেলে করে সেতু পাড়ি দেওয়ার সময় এক বাইকার ওই ভিডিওটি ধারণ করেছেন।
ওই ভিডিওতে দেখা যায়, কালো পোশাক পরা এক যুবক মূত্র বিসর্জন করছেন। যার পোশাকের পিছনে ইংরেজি বড় সাদা অক্ষরে ‘রাকিব’ লেখা রয়েছে। ওই যুবকের পাশে সাদা চেক পোলো টি-শার্ট পরিহিত আরেকজনকেও দেখা গেছে। তবে তাদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর ‘রাকিব’ নামে পোশাক পরা যুবককে পুলিশ খুঁজছে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা।