Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আমি ক্ষমা চাইছি, প্লিজ আমার অপরাধ ক্ষমা দিন: প্রভা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জুন ২০২২, ০৮:২৮ PM
আপডেট: ২৮ জুন ২০২২, ০৮:২৮ PM

bdmorning Image Preview


সবার কাছে ক্ষমা চাইলেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। পাশাপাশি আগামী জীবনের জন্য দোয়াও চেয়েছেন তিনি।

সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে মঙ্গলবার বেশ কয়েকটি স্টোরি শেয়ার করেন প্রভা। সেখানকার একটি স্টোরির মাধ্যমে সবার কাছে ক্ষমার চাওয়ার পাশাপাশি দোয়াও প্রত্যাশা করেন তিনি।

স্টোরিতে প্রভা লেখেন, ‘জীবন খুবই অনিশ্চিত। যে কারোর সঙ্গে যেকোনো কিছু ঘটে যেতে পারে। এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে, যদি আমার কিছু হয়ে যায়……। যদি আমি কাউকে জেনে-বুঝে কিংবা অজান্তে কষ্ট দিয়ে থাকি, কারো অনুভূতিতে আঘাত করে থাকি, তার জন্য দুঃখ প্রকাশ করছি। ’

প্রভা আরো লেখেন, ‘আমি ক্ষমা চাইছি, প্লিজ আমার অপরাধ ক্ষমা দিন। এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের মঙ্গল করুন। ’

বর্তমানে ‘কাউন্টডাউন’ নামের একটি ধারাবাহিক নাটক নিয়ে ব্যস্ত রয়েছে প্রভা। সকাল আহমেদের পরিচালিত নাটকটির প্রচার শুরু হয়েছে৩১ মে থেকে। এতে প্রভার সঙ্গে আরো অভিনয় করছেন তৌসিফ মাহবুব, সজল, অর্ষা, উর্মিলা, মিশু সাব্বির, আরফান আহমেসহ অনেকে।

Bootstrap Image Preview