Bootstrap Image Preview
ঢাকা, ১০ শনিবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পদ্মা সেতু দিয়ে রুট পারমিট ছাড়া গাড়ি চলবে না

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জুন ২০২২, ০৯:৫৪ PM
আপডেট: ২৮ জুন ২০২২, ০৯:৫৪ PM

bdmorning Image Preview


পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গের কোনো পরিবহনের গাড়ি রুট পারমিট ছাড়া চলাচল করতে পারবে না বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সমিতির কার্যকরী পরিষদের গত ১১ জুনের সভায় এই সিদ্ধান্ত হয়েছে।

এই সমিতির অন্তর্ভুক্ত দক্ষিণাঞ্চলের সব মালিক সমিতির সভাপতি/সাধারণ সম্পাদকের কাছে পাঠানো এক চিঠিতে মঙ্গলবার একথা জানানো হয়েছে।

সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহর স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, রুট পারমিট আছে কিনা তা স্ব-স্ব জেলা মালিক সমিতি পৰ্যবেক্ষণ করবে এবং দূরপাল্লা রুটের গাড়িগুলো শুধুমাত্র জেলা শহরে স্টপিজ করতে পারবে। এর বাইরে কোনো প্রকার স্টপিজ করা যাবে না।

চিঠিতে মালিক সমিতি জানায়, কেন্দ্রীয় মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশন কর্তৃক নীতিমালার বাইরে কোনো প্রকার অর্থ আদায় করা যাবে না।

এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় সড়ক পরিবহন মালিক সমিতি।

Bootstrap Image Preview