চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের (চবি) শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. বাবুল (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (২৮ জুন) সকাল সাড়ে ৭টার দিকে নগরীর বটতলী রেলওয়ে স্টেশনে অবস্থানরত শাটল ট্রেনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ছাত্রী সমাজবিজ্ঞান অনুষদভুক্ত একটি বিভাগের তৃতীয় বর্ষে পড়াশোনা করছেন। অন্য দিকে অভিযুক্ত বাবুলের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলায়।
ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘সকালের ট্রেনে দ্বিতীয় বগিতে উঠেছিলাম আমি। বগিতে তখন বহিরাগত এক লোক ঘুমাচ্ছিল, আরেকজন হাঁটাহাঁটি করছিল। ওই লোকই আমার মুখ চেপে ধরে। পরে আমার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে ধরে পুলিশে দেয়।’
চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মো. নাজিম উদ্দিন বলেন, ‘ভুক্তভোগী ছাত্রী মামলা করেছেন। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘ভুক্তভোগী ছাত্রী আমাদেরকে লিখিত অভিযোগ করেছেন। মামলা করতে পরামর্শ দিয়েছি। বিষয়টি পুলিশ দেখছে।’
এছাড়া রেলওয়ে কর্তৃপক্ষকে শাটল ট্রেনের নিরাপত্তা নিশ্চিতে অনুরোধ জানানো হয়েছে বলে জানান তিনি।
এর আগে, গত ১৪ এপ্রিলও এই ট্রেনে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে।