৩য় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠছে। মঙ্গলবার (২৮ জুন) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের কেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শিক্ষার্থীর সাথে এ ঘটনা ঘটে। ধর্ষণ চেষ্টার একটি ৪২ সেকেন্ড ভিডিও ধারণ করা হয়েছে। শিশু ধর্ষণ চেষ্টার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায় একটি চিপাগলি ভিতরে নীল রং স্কুল ড্রেস পরিহিত একটি নাবালিকা শিশুকে আনুমানিক ৩৮/৪০ বছরের এক যুবক জোড় পূর্বক ধর্ষণের জন্য ধস্তাধস্তি করছে। শিশুটি বাধা দিচ্ছে। এক পর্যায়ে লোকটি চোখ রাঙিয়ে শাসাতে থাকলে শিশুটি প্রচন্ড ভয় পেয়ে যায়। আতঙ্কে কাঁপতে থাকে। ধর্ষক ব্যক্তি অনেক দূর গিয়ে পেছন দিক থেকে চেয়ে চেয়ে দেখে শিশুটিকে।
খোঁজ নিয়ে জানা যায়, ধর্ষক বুধন্তী গ্রামের বাজাইন্না বাড়ির মারফত আলীর ছেলে মুহাব্বাত আলী (৪০)।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. শরিফা আক্তার বলেন, সকালে শিক্ষার্থীর অভিভাবক বিষয়টি অবগত করেছে। কর্তৃপক্ষকে ঘটনা অবহিত করা হয়েছে। তিনি ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। কান্না জড়িত কন্ঠে শিক্ষার্থীর বাবা দোষী ব্যক্তির দৃষ্টান্তমলক শাস্তি ফাঁসি দাবি করেন। বিজয়নগর উপজেলা অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাছান জানান, বিকালে ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।