Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হৃত্বিককে পেছনে ফেলে সবচেয়ে সুদর্শন পুরুষ বিটিএসের ‘ভি’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ জুন ২০২২, ০৯:৫৩ AM
আপডেট: ৩০ জুন ২০২২, ০৯:৫৩ AM

bdmorning Image Preview


বলিউডের হৃত্বিক রোশন, হলিউডের রবার্ট প্যাটিনসন, এমনকি ইংলিশ ফুটবলার ডেভিড বেকহ্যামকে সৌন্দর্য্যের বিচারে পেছনে ফেললেন বিটিএস এর ‘ভি’ হিসেবে পরিচিত কিম তাহিয়ুং। তিনিই ২০২২ সালের সবচেয়ে সুদর্শন পুরুষ!

বলিউড ডট কম’র প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি প্যারিসে সিলাইন ফ্যাশন শোতে দেখা গেছে ২৬ বছর বয়সী বিটিএস গায়ককে। তালিকার দ্বিতীয় স্থানটি দখল করেছেন ‘ফ্রেন্ডস’ সিরিজ খ্যাত ৫৩ বছর বয়সী তারকা পল রুড। এর আগে ২০২১ সালেও ‘পিপল’স সেক্সিয়েস্ট ম্যান অ্যালাইভ’ পুরস্কার নিজের ঝুলিতে পুরেছিলেন পল।

২০২২ সালের সবচেয়ে সুদর্শন পুরুষদের তালিকায় আরও আছেন ‘টোয়ালাইট’ তারকা রবার্ট প্যাটিনসন। অ্যাম্বার হার্ডের ফেসিয়াল ম্যাপিং বিশ্লেষণ করেছেন যিনি, সেই ডা. জুলিয়ান ডি সিলভা জানিয়েছেন, ‘গ্রিক গোল্ডেন রেশিও’ অনুযায়ী রবার্ট প্যাটিনসনের চেহারা ৯২.১৫ শতাংশ নিখুঁত।

এই তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন আমেরিকান অভিনেতা, প্রযোজক ও চিত্রনাট্যকার পল রুড। তৃতীয় অবস্থানে আছেন অভিনেতা রবার্ট প্যাটিনসন। চতুর্থ অবস্থানে আছেন ভারতীয় অভিনেতা হৃত্বিক রোশন।

Bootstrap Image Preview