Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সাকিবের পরিবর্তে ওয়ানডে দলে তাইজুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ জুন ২০২২, ০২:১৬ PM
আপডেট: ৩০ জুন ২০২২, ০২:১৬ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


সাকিব আল হাসান ওয়ানডে সিরিজ খেলবেন না- একরকম নিশ্চিত। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, বোর্ডে ছুটির আবেদন না করলেও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের কাছে সাকিব মৌখিকভাবে জানিয়েছেন, তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবেন না।

এখন প্রশ্ন উঠেছে, সাকিব না খেললে টিম ম্যানেজমেন্ট কি তার বিকল্প কাউকে চিন্তা করছে? ওয়ানডেতে সাকিবের জায়গায় কাকে নেওয়া হবে? এ কৌতূহলি প্রশ্নের উত্তর দিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।আজ (বৃহস্পতিবার) সকালে জাগো নিউজের সঙ্গে মুঠোফোন আলাপে জানিয়েছেন, সাকিব শেষ পর্যন্ত না খেললে আমরা বাইরে থেকে কাউকে নেবো না। মানে দেশ থেকে কাউকে ওয়েস্ট ইন্ডিজ পাঠানো হবে না। সাকিবের বিকল্প হিসেবে বাঁহাতি স্পিনার তাইজুলকেই ওয়ানডে দলে নেওয়া হবে।

তার মানে তাইজুল ইসলাম এখনই দেশে ফিরছেন না। টেস্ট স্পেশালিস্ট হিসেবে মুমিনুল হক, মাহমুদুল হাসান জয়, খালেদ আহমেদ ও রেজাউর রহমান রাজার সঙ্গে বাঁহাতি স্পিনার তাইজুলেরও দেশে ফেরত আসার কথা ছিল। কিন্তু তাইজুল এখন আর আসছেন না। থেকে যাচ্ছেন ওয়ানডের জন্য।

Bootstrap Image Preview