শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়া প্রার্থনা ফারদিন দীঘি এখন চলচ্চিত্রের নায়িকা। নায়িকা হওয়ার এক বছর পার না হতেই আলোচনা-সমালোচনার তুঙ্গে দীঘি। এত এত আলোচনা-সমালোচনা, তবুও থেমে থাকেননি তিনি।
সবকিছু পেছনে ফেলে পুরোদমে কাজ করে যাচ্ছেন দীঘি। কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও দারুণ সক্রিয় দীঘি। প্রতিনিয়ত ছবি, ভিডিও পোস্ট করেন। সেগুলো নিয়ে অনুসারীদের মধ্যে চর্চার অন্ত নেই।
শনিবার (২ জুলাই) ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’ সেশনে অংশ নিয়েছিলেন দীঘি। সেখানে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। অনুষ্ঠান চলাকালীন এক অনুসারী দীঘির কাছে জানতে চান, ‘আপনি কি বিবাহিত?’ উত্তরে দীঘি বলেছেন, ‘আরে হ্যাঁ, আমি মানসিকভাবে রণবীর কাপুরের সঙ্গে বিবাহিত। ওকে, বাই।’
মজা করে দীঘি উত্তর দিলেও রণবীর কাপুর যে তার পছন্দের, তা কারো অজানা নয়। রণবীরের বিয়ের সময় সারা রাত ঘুমাতে পারেননি তিনি। এমন কথাও জানিয়েছিলেন তিনি। এমনকি নিজের মোবাইলের স্ক্রিনে রণবীরের ছবি সেভ করে রেখেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ওয়ালপেপারে রণবীরের সেই ছবি দেখিয়েছিলেন দীঘি।