Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অপরিচিত মেহেদীকে বাঁচাতে গিয়ে খুন হলেন লিখন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জুলাই ২০২২, ০৫:০৬ PM
আপডেট: ০৫ জুলাই ২০২২, ০৫:০৬ PM

bdmorning Image Preview


ফার্নিচার কর্মী লিখন সন্ধ্যার দিকে বাড়ির পাশে মাঠে বসে মোবাইল ব্যবহার করছিলেন। এ সময় পাশে মেহেদী নামে এক যুবককে মারধর করছিলো কয়েকজন। অপরিচিত হলেও মেহেদীকে বাঁচাতে এগিয়ে যান লিখন। তখন মেহেদীর সঙ্গে লিখনকেও মারধর করতে থাকে ওই যুবকরা।

এক পর্যায়ে লিখন মাটিতে লুটিয়ে পড়ে। মারধরে মুখ থেকে রক্ত বের শুরু করে লিখনের। অবস্থা বেগতিক দেখে পালিয়ে যায় হামলাকারীরা। লিখনকে উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে মারা যান লিখন (১৮)।

এর আগে সোমবার সন্ধ্যায় রাতে আশুলিয়ার পলাশবাড়ির গোছরারটেক এলাকার ইস্টার্ন হাউজিং এলাকায় হামলার ঘটনা ঘটে। নিহত লিখন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার ভয়নগর গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় একটি বাসায় ভাড়া থেকে ফার্নিচারের দোকানে কাজ করতেন।

দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের ইনচার্জ ইউসুফ আলী। তিনি বলেন, গত রাত ১০টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, গুরুতর আহত অবস্থায় আহত মেহেদী ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

নিহতের স্বজন শহিদ আলী বলেন, লিখন আমার শ্যালকের ছেলে। সে পলাশবাড়ীর একটি ফার্নিচারের দোকানে কাজ শিখতো। গতকাল রাতে পলাশবাড়ি এলাকায় কে বা কারা তার ওপর হামলা চালায়। আজ সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আমি খবর পেয়ে আজ গ্রাম থেকে এসেছি। এর চেয়ে বেশি কিছু জানি না।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মফিজু রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরের কোথাও কোনো মারধরের চিহ্ন নেই। তবে ইন্টারনাল ইনজুরি থাকতে পারে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ ছাড়া কারা এই হামলার সঙ্গে জড়িত তাদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

Bootstrap Image Preview