Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রংপুরে নাতনি অন্তঃসত্ত্বা, গ্রাম্য দাদা গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ জুলাই ২০২২, ০৯:১০ AM
আপডেট: ০৭ জুলাই ২০২২, ০৯:১০ AM

bdmorning Image Preview


রংপুরের গঙ্গাচড়ায় সপ্তম শ্রেণির এক ছাত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় আব্দুস সালাম নামের এক দুই সন্তানের জনককে গ্রেফতার করেছে পুলিশ। তারা সম্পর্কে দাদা-নাতনি। পুলিশ কিশোরী নাতনিকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠিয়েছে।

প্রাথমিক তদন্ত, পরিবার ও ভুক্তভোগীর উদ্ধৃতি দিয়ে রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন জানান, উপজেলার আলমবিদিতর ইউনিয়নের পাইকান ব্যাংকপাড়া এলাকার ওই কিশোরীর সাথে গ্রাম্য দাদা নাতনির সম্পর্ক আব্দুস সালামের (৩৭)। কিশোরী স্থানীয় বড়াইবাড়ি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। স্কুল যাওয়ার আসার পথে ওই কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে আব্দুস সালাম। এরপর বিভিন্ন স্থানে নিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় তারা।

তিনি বলেন, এক পর্যায়ে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। কিশোরী বিষয়টি পরিবারের সাথে আলোচনা করলে তার পিতা বাদী হয়ে ধর্ষণ মামলা করেন। সেই মামলায় বুধবার (৬ জুলাই) রাতে আব্দুস সালামকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এছাড়াও কিশোরীকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে নেয়া হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, আব্দুস সালাম বিবাহিত। তার দুটি সন্তান আছে। কিশোরীর পিতা একজন কৃষক।

Bootstrap Image Preview