Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে যাত্রীকে হত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ জুলাই ২০২২, ০১:২৩ PM
আপডেট: ০৭ জুলাই ২০২২, ০১:২৩ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


গাজীপুরে শিববাড়ি এলাকায় তাকোয়া পরিবহনের চাপায় এক ওয়ার্কশপ শ্রমিক নিহত হয়েছে। নিহত মো. সায়েম (২০) ময়মনসিংহ জেলার নান্দাইল থানার আওলাপাড়া এলাকার আবু ছাইদের ছেলে।

বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে তাকোয়া পরিবহনের একটি বাস জয়দেবপুর থেকে চান্দনা চৌরাস্তা যাওয়ার পথে শিববাড়ি এলাকায় পৌঁছলে পরিবহনের কন্ডাক্টরের সঙ্গে ভাড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে কন্ডাক্টর ও হেলপার মিলে সায়েমকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়।

এঘটনায় চালক সফিকুল ইসলাম ও হেলপার হিরা মিয়াকে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়।

জিএমপি'র সদর থানা পুলিশের এসআই মো. সাইদুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview