Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বন্ধুকে নিয়ে বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জুলাই ২০২২, ০১:৩৯ PM
আপডেট: ১৩ জুলাই ২০২২, ০১:৩৯ PM

bdmorning Image Preview


সাভারে বোনের বাড়িতে বেড়াতে আসা এক তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যায় সাভারের রেডিও কলোনি এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়।  

এর আগে মঙ্গলবার বিকেলে সাভারের ওই এলাকার শিরনের বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কয়েকদিন আগে ঠাকুরগাঁও থেকে ওই এলাকায় বন্ধুর সঙ্গে তরুণী তার (তরুণীর) বোনের বাসায় বেড়াতে আসেন। তাদের অবৈধ সম্পর্ক আছে সন্দেহ করে তরুণকে আটকে রেখে মারধর করে স্থানীয় কয়েকজন। এসময় অভিযুক্ত ব্যক্তি ওই তরুণীকে নিয়ে পার্শ্ববর্তী শিরনের বাড়িতে ধর্ষণ করে। ৯৯৯ নম্বরে খবর পেয়ে অবরুদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে পুলিশ। পরে ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়ের করলে অভিযুক্তকে আটক করা হয়।  

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোমেনুল বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি বোনের বাড়িতে বেড়াতে এসে এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। তার সঙ্গে থাকা তরুণকে মারধর করা হয়েছে। তাদের সন্দেহ করে তরুণকে মারধর করে আটকে রেখে তরুণীকে অভিযুক্ত ধর্ষণ করে। এঘটনায়  অভিযুক্তকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Bootstrap Image Preview