Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাস্তা থেকে যাত্রী তুলে চাকরি হারালেন গ্রিনলাইনের বাসচালক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জুলাই ২০২২, ০৭:০২ PM
আপডেট: ১৪ জুলাই ২০২২, ০৭:০২ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


রাস্তা থেকে বাসে যাত্রী তোলার কারণে দুই বাসচালককে চাকরি থেকে বরখাস্ত করেছে বেসরকারি পরিবহন সংস্থা গ্রিনলাইন পরিবহন। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে সংস্থাটি। বরখাস্ত হওয়া দুই চালক হচ্ছেন মোহাম্মদ হুমায়ূন। তিনি গ্রিনলাইনের ৩১৮৮ নম্বর বাসের চালক ছিলেন।

অপরজন হলেন মো. ধনু । তিনি ২৬০৯ বাসের চালক হিসেবে কর্মরত ছিলেন।  

এ দুজনের বিরুদ্ধে রাস্তা থেকে যাত্রী তোলার অভিযোগ ছিল। যা সংস্থাটির নীতিমালাবহির্ভূত বলে জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রিনলাইনের সব বাসের চালককে সতর্ক করে বলা হয়েছে, এমন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকলে কম্পানির আইন অনুযায়ী খুব কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ব্যবস্থাপনা পরিচালকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমন নীতিবহির্ভূত কর্মকাণ্ডকে কম্পানি সমর্থন করে না। যা যাত্রীদের বিড়ম্বনার সৃষ্টি করে।  

এ ছাড়া সংস্থাটি যাত্রীদের সুবিধার্থে কয়েকটি মোবাইল নম্বর দিয়েছে। ভ্রমণরত যাত্রীরা এমন কর্মকাণ্ড দেখলে সরাসরি ফোন করে গ্রিনলাইন কর্তৃপক্ষকে জানালে তারা ব্যবস্থা নেবে।     

Bootstrap Image Preview