Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঘুমন্ত নারীকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জুলাই ২০২২, ০৮:৩০ PM
আপডেট: ১৪ জুলাই ২০২২, ০৮:৩০ PM

bdmorning Image Preview


বগুড়ার শেরপুরে এক ঘুমন্ত নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারীর মামলায় যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরের পর তাকে বগুড়ায় আদালতে পাঠানো হয়।

মামলায় ওই নারী অভিযোগ করেন, প্রতিবেশী যুবক দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করে আসছিলেন।

এ নিয়ে পারিবারিকভাবে একাধিকবার বৈঠক করে সমঝোতা করা হয়। ঈদের দিন রাতে (১০ জুলাই) ওই নারীর স্বামী বাইরে বের হন। এ সময় গৃহবধূ ঘরের দরজা খুলে রেখেই ঘুমিয়ে পড়েন। এই সুযোগে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন গ্রেপ্তারকৃত যুবক।  

প্রথমে ওই নারী তাকে স্বামী মনে করলেও লাইট অন করে ধর্ষককে চিনতে পেরে চিৎকার দেন বলে মামলায় উল্লেখ করেন বাদী। পরে প্রতিবেশীরা চলে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান।

এ ঘটনায় বুধবার রাতে মামলা দায়ের করেন ধর্ষণের শিকার নারী। ওই রাতেই অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধর্ষণের শিকার ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া মামলা দায়েরের পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করে বগুড়ায় আদালতে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview