Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভারতীয় নাগরিককে মারধরের অভিযোগে ইউপি সদস্য গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জুলাই ২০২২, ১০:২২ AM
আপডেট: ১৫ জুলাই ২০২২, ১০:২২ AM

bdmorning Image Preview


ফেনীর পরশুরামে ভারতীয় নাগরিককে মারধর করে নগদ টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায়  উপজেলার বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের সদস্য সরোয়ারুল করিম চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (১৫ জুলাই) রাতে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বৈধভাবে বিলোনিয়ার ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশ প্রবেশ করেন গোবিন্দ বিশ্বাস। বেলা সাড়ে ১২টার দিকে সিএনজি চালিত অটোরিকশায় পরশুরাম বাজারের কাছাকাছি পৌঁছলে সরোয়ারুলের নেতৃত্বে ৪/৫ জন তাকে জোর করে একটি অটোরিকশায় তুলে অজ্ঞাত একটি বাড়িতে আটকে রাখে। পরে মারধর করে তার সঙ্গে থাকা নগদ বাংলাদেশি ৭০ হাজার টাকা, ভারতীয় ১০ হাজার  রুপি এবং একটি স্বর্ণের গলার চেন ছিনিয়ে নিয়ে তাকে ছেড়ে দেয়। গোবিন্দ বিশ্বাস ভারতের বিলোনিয়ার মতাই গ্রামের সাধন চন্দ্র বিশ্বাসের ছেলে।

গোবিন্দ বিশ্বাস জানান, তাকে অজ্ঞাত স্থানে নিয়ে পিস্তল দেখিয়ে ভয়ভীতি দেখায় এবং লাঠি দিয়ে পিঠিয়ে গুরুতর আহত করে। টাকা ও স্বর্ণ নিয়ে তাকে ছেড়ে দেন।

ভারতীয় ওই নাগরিক একই দিন সন্ধ্যায় ইউপি সদস্য সরোয়ার, আরজুসহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।  

Bootstrap Image Preview