অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে কক্সবাজার শহরের লালদিঘীর পাড়ের বেশকিছু আবাসিক হোটেলে অভিযান চালিয়ে যৌনকর্মীসহ ২০ জনকে আটক করা হয়েছে।
শনিবার দিবাগত রাতে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশের নেতৃত্বে এ অভিযান চালানো হয়
এ তথ্য নিশ্চিত করে কক্সবাজার সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সেলিম উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের লালদিঘীর পাড়ের কয়েকটি আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। অভিযানে পাচঁতারা হোটেল, নজরুল বোর্ডিং ও আহসান বোর্ডিং থেকে ৯ জন যৌনকর্মী ও ১১ জন খদ্দেরসহ ২০ জনকে আটক করা হয়।
সেলিম উদ্দীন আরো বলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং অভিযান অব্যাহত থাকবে।