Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শ্যালকের বউ নিয়ে দুলাভাই উধাও

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জুলাই ২০২২, ০১:৫৯ PM
আপডেট: ১৮ জুলাই ২০২২, ০১:৫৯ PM

bdmorning Image Preview


রাজশাহীর পুঠিয়ায় পরকীয়া করে দুই সন্তানের জননী প্রিয়া (২২) দুলাভাই বাবুর (২৫) হাত ধরে উধাও হয়েছে। বাবুরও একটি সন্তান রয়েছে।

শনিবার রাতে উপজেলার গণ্ডগোহালী গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রোববার রাতে থানায় অভিযোগ করেছেন বাবুর স্ত্রী।

জানা গেছে, দুই বছর আগে বাবুর বিয়ে হয় প্রিয়ার স্বামী আয়নালের বোন রুনার সাথে। তাদের বাড়ি একই এলাকায়। তিনমাস আগে বাবুর ঘরে জন্ম হয় এক শিশু সন্তানের। এদিকে বাবুর শ্যালকের স্ত্রী প্রিয়ারও দু’টি শিশু সন্তান রয়েছে।

বাবুর স্ত্রী রুনা জানান, প্রিয়া ও বাবুর মধ্যে পরকীয়া সম্পর্ক গড়ে উঠে এটা আগে বুঝতে পারিনি। আমার শিশু সন্তান অসুস্থ। প্রতিমাসে রাজশাহীতে ডাক্তারের কাছে নিতে হয়। এখন কি করব কিছু বুঝতে পারছি না।

এ প্রসঙ্গে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, তাদেরকে উদ্ধার করে মানবিক বিবেচনায় বিষয়টি মীমাংসা করা হবে।

Bootstrap Image Preview