Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আল্লাহ ও নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জুলাই ২০২২, ০৫:৪৪ PM
আপডেট: ১৮ জুলাই ২০২২, ০৫:৪৪ PM

bdmorning Image Preview


নরসিংদীর পলাশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আল্লাহ ও হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করে পোস্ট দেয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ২৩ বছর বয়সী ওই যুবকের নাম প্রশান্ত কর শ্রাবণ। তিনি উপজেলায় জিনারদী ইউনিয়নের রাবান গ্রামের মৃত নারায়ণ করের ছেলে।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ। এর আগে রোববার রাতে রাবান গ্রাম থেকে শ্রাবণকে আটক করে পলাশ থানা পুলিশ।

ওসি ইলিয়াছ বলেন, ‘গতকাল রাতে অভিযুক্ত যুবক তার পিকে শ্রাবণ নামে ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মহান রাব্বুল আলামিন ও হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে তাকে গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়।’

ওসি জানান, এ বিষয়ে পুলিশ নিজে থেকেই উদ্যোগী হয়ে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে শ্রাবণকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়।

সোমবার বিকেল ৪টা পর্যন্ত অভিযুক্ত শ্রাবণ পলাশ থানার হাজতে আছেন।

Bootstrap Image Preview