Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আত্মীয়ের বাসায় নেওয়া মিষ্টি খেয়ে বমি, দোকানমালিককে জরিমানা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জুলাই ২০২২, ০৬:৩৮ PM
আপডেট: ১৮ জুলাই ২০২২, ০৬:৩৮ PM

bdmorning Image Preview


ময়মনসিংহে পচা ও নষ্ট মিষ্টি বিক্রির অভিযোগে এক দোকানমালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৮ জুলাই) দুপুরে নগরীর চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের।

ময়মনসিংহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, গত ১১ জুলাই (ঈদের পরদিন) নগরীর চরপাড়া মোড়ের ‘ঢাকা মিষ্টি মুখ’ দোকান থেকে ১ কেজি চমচম ও ১ কেজি কালোজাম ৪০০ টাকা দিয়ে কেনেন। পরে ওই মিষ্টি নিয়ে আত্মীয় বাড়িতে যান। সেখানে মিষ্টির প্যাকেট খুলে ছোট বাচ্চাদের দেওয়া হলে তারা মিষ্টি মুখে নিয়ে বমি করা শুরু করে। জাকির হোসেন নিজে মিষ্টি মুখে দিয়ে দেখেন মিষ্টি টক, পচা ও দুর্গন্ধ। দুই প্যাকেট মিষ্টির মধ্যে কয়েকটি ভালো মিষ্টি দিয়ে বেশিরভাগই বাসি, টক, পচা ও দুর্গন্ধযুক্ত মিষ্টি দিয়েছেন দোকানদার। পরে ভুক্তভোগী জাকির হোসেন এ বিষয়ে ১২ জুলাই জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেন।

অভিযোগ পেয়ে ওই মিষ্টির দোকানে অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর। এ সময় দোকান মালিক ও কর্মচারী টক ও বাসি মিষ্টি দেওয়ার কথা স্বীকার করলে তাদের ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তারা মুচলেকা দেন।

নিয়ম অনুযায়ী জরিমানার ২৫ শতাংশ হিসেবে জাকির হোসেনকে ৩ হাজার ৭৫০ টাকা দেওয়া হয়েছে।

ময়মনসিংহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের এসব তথ্য নিশ্চিত করেছেন।

Bootstrap Image Preview