Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রেমিকার বিয়ে হওয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রেমিকের আত্মহত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ জুলাই ২০২২, ০৫:২৭ PM
আপডেট: ২৩ জুলাই ২০২২, ০৫:২৭ PM

bdmorning Image Preview


রংপুরে প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এক যুবকের আত্মহত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৩ জুলাই) সকালে রংপুরের মধ্য ঘাঘটপাড়া এলাকা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম সাজিদুল ইসলাম সাজিদ (১৯)। তিনি নগরীর মধ্য ঘাঘটপাড়ার রবিউল ইসলামের ছেলে। নগরীর টার্মিনাল গণেশপুর টিএমএসএস টেকনিক্যাল কলেজের কম্পিউটার সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন সাজিদ।

এলাকাবাসী জানান, এক সপ্তাহ আগে প্রেমিকার বিয়ে হওয়ায় বিষণ্ণতায় ভুগছিল সাজিদ। হতাশাগ্রস্ত হয়ে এমন করতে পারে বলে ধারণা এলাকাবাসীর।

পরিবারের সদস্যরা জানায়, শুক্রবার (২২ জুলাই) রাত ১০টায় সাজিদ নিজ ঘরে ঘুমাতে যায়। শনিবার (২৩ জুলাই) সকালে ঘুম থেকে উঠার জন্য ডাকাডাকি করে সাজিদের সাড়া পাননি তারা। পরে ঘরের জানালা খুলে তারা সাজিদের মরদেহ দেখতে পান।

সাজিদের ফেসবুক পেজে দেখা যায়, ভোর ৪টার দিকে লিখেন, ‘এই পৃথিবীটা অনেক সুন্দর, শুধু তোমার জন্য চলে গেলাম আল্লাহর কাছে। দুনিয়াটা যত বড়, তোমাকে অতটাই ভালবাসি। এত বড় পৃথিবীটা তুমি একলা সব কি করলা? বিয়ে করে আমাকে একটাবার জানাইলা না। কী এমন দোষ করেছিলাম, এত বড় শাস্তি দিলা? ভাল থাকো।’

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল কাদের বলেন, মধ্য ঘাঘটপাড়ার নিজ বাসা থেকে সাজিদের ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর প্রাথমিক তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ থাকলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Bootstrap Image Preview