Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘শয্যাসঙ্গী না হলে সরকারি চাকরি পান না নারীরা’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২২, ০৯:০৪ PM
আপডেট: ১৩ আগস্ট ২০২২, ০৯:০৪ PM

bdmorning Image Preview


সরকারি চাকরি পেতে নারীদের শয্যাসঙ্গী হতে হয় আর পুরুষদের ঘুষ দিতে হয় বলে মন্তব্য করেছেন ভারতের কর্ণাটক প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রিয়াঙ্ক খাড়গে।

রাজ্যের শাসকদল বিজেপির উদ্দেশে তিনি এ মন্তব্য করেন। বিজেপিও খাড়গেসহ কংগ্রেস নেতাদের কটাক্ষ করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়- সম্প্রতি প্রিয়াঙ্ক খাড়গে এমন মন্তব্য করেছেন।

তিনি বলেন, ‘সরকারি পদ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি চাকরি পেতে হলে নারীদের শয্যাসঙ্গী হতে হয়। পুরুষদের ঘুষ দিতে হয়। এক মন্ত্রী একজন তরুণীকে চাকরি দেওয়ার শর্তে তার সঙ্গে শোয়ার প্রস্তাব দিয়েছিলেন। পরে তা প্রকাশ্যে আসায় তিনি পদত্যাগ করেন। আমার দাবির স্বপক্ষে এটা প্রমাণ।’

খাড়গে বলেন, ‘আমার কাছে খবর আছে, এভাবে ৬০০ পদের নিষ্পত্তি হয়েছে। সহকারী প্রকৌশলী পদের জন্য ৫০ লাখ ও কনিষ্ঠ প্রকৌশলী পদের জন্য ৩০ লাখ টাকা ঘুষ নেওয়া হয়। সম্ভবত এইভাবে ৩০০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।’

খাড়গে ইতোমধ্যেই দাবি তুলেছেন, সরকারি চাকরিতে কী ধরনের দুর্নীতি হচ্ছে তা খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দল গঠন করা হোক।

কংগ্রেস নেতা প্রিয়াঙ্ক খাড়গের এমন বিস্ফোরক অভিযোগে অস্বস্তিতে কর্ণাটক বিজেপি। পাল্টা আক্রমণ করে গেরুয়া শিবিরের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ উগরে দেওয়া হয়েছে।

বিজেপির দাবি, কংগ্রেস আমলে রাজ্যের মন্ত্রীরা ব্যাভিচার করতেন। সেই সঙ্গে এও বলা হয়েছে, সারা দেশে যে অসংখ্য নারী প্রবল পরিশ্রম করে সরকারি চাকরি পান, তাদের সবাইকেই অপমান করেছেন খাড়গে।

Bootstrap Image Preview