Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

২৩ দিন পর তোলা হলো সাবেক ছাত্রদল নেতার লাশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২২, ০৯:১০ PM
আপডেট: ১৪ আগস্ট ২০২২, ০৯:১০ PM

bdmorning Image Preview


মৃত্যুর ২৩ দিন পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আল মাসুদ সিকদার ওরফে সজল সিকদারের (৪৬) মরদেহ কবর থেকে তোলা হয়েছে। হত্যার অভিযোগে মামলা হওয়ায় রবিবার দুপুরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উপজেলার সোহাগপুর আতকাপাড়া কবরস্থান থেকে তার মরদেহ তোলা হয়।

সজল সিকদার উপজেলার সোনারামপুরের মৃত মোস্তাফা আলী সিকদারের ছেলে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী তাহমিনা শারমিন এবং থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান সাংবাদিকদের জানান, সম্পদ নিয়ে সজল সিকদারের পরিবারের সদস্যদের সঙ্গে ভগ্নিপতি মার্শাল সিকদার ও তার ভাই বাবুল সিকদারের বিরোধ চলে আসছিল। এ নিয়ে মাস দেড়েক আগে দুই পরিবারের মাঝে সংঘর্ষ হয়। সে সময় সজল সিকদার আহত হয়েছিলেন। পাশাপাশি তার কিডনি রোগসহ নানা সমস্যা ছিল। তাকে দ্রুত ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। মারামারির ঘটনায় সজল সিকদারের ভাই খোকন সিকদার বাদী হয়ে ভগ্নিপতি ও তার ভাইসহ আরও কয়েকজনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন।

এরই মাঝে সজল চিকিৎসাধীন অবস্থায় গত ২২ জুলাই মারা যান। পরে তাকে কবর দেওয়া হয়। আদালতের নির্দেশে গত ১ আগস্ট থানায় মামলা নথিভুক্ত করা হয়। ওই মামলায় সজল সিকদারকে হত্যার অভিযোগে তুলে ৩০২ ধারা যুক্ত করতে আদালতে আবেদন করেন বাদী খোকন সিকদার। পরে আদালতের নির্দেশে সজল সিকদারের মরদেহ একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তুলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্তে হত্যা প্রমাণিত হলে ওই মামলায় ৩০২ ধারা যুক্ত করা হবে।

Bootstrap Image Preview