Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গাজীপুরে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ আগস্ট ২০২২, ১১:৫৬ AM
আপডেট: ২০ আগস্ট ২০২২, ১১:৫৬ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


গাজীপুর পূবাইল থানার বসুগাঁও এলাকা থেকে ইয়াবাসহ এক রোহিঙ্গা নারী ও তার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময়ে তাদের কাজ থেকে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।শুক্রবার (১৯ আগস্ট) রাত পোনে ৯টার দিকে পূবাইল থানাধীন বসুগাঁও ক্লাবসংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

আটককৃতরা হলেন পূবাইলের বসুগাঁও এলাকার আবুল কাশেম সরকারের ছেলে রেজাউল সরকার (৩১) ও তার স্ত্রী রোহিঙ্গা নারী মোসা. মুন্নি (২৭)এ বিষয়ে পূবাইল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান, রেজাউল সরকার ৭ বছর আগে রোহিঙ্গা নারী মুন্নিকে বিয়ে করেন। এরপর থেকেই তারা বিভিন্ন মাধ্যমে টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে পূবাইল থানা এলাকাসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছেন। গোপন সংবাদে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের তল্লাশি করে ২৫০ পিস ইয়াবা পাওয়া যায়।

 

জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো বিক্রির জন্য দুদিন আগে মুন্নির ছোট বোন পলাতক আসামি ছমিরার কাছ থেকে সংগ্রহ করে তারা।রেজাউল সরকার ও পলাতক আসামি ছমিরা এর আগে ৩ হাজার ৮৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার হলে পূবাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়, যা বর্তমানে বিচারাধীন আছে।

Bootstrap Image Preview