চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথসহ মোহাম্মদ এরশাদ (২৭) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মইজ্জ্যারটেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত এরশাদ কক্সবাজারের উখিয়া উপজেলার থাইংখালী গ্রামের মৃত সেকান্দর আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মইজ্জ্যারটেক চেকপোস্টে ঢাকাগামী একটি যাত্রীবাহী পরিবহনে অভিযান চালানো হয়। অভিযানকালে এরশাদের গতিবিধি সন্দেহ হলে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য এক কোটি টাকা। এ ছাড়া মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত সিমসহ একটি মোবাইল সেট উদ্ধার করা হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ৫০ হাজার টাকার বিনিময়ে কক্সবাজার থেকে ঢাকায় মাদক পাচার করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন।
আজ সোমবার (২৯ আগস্ট) তাকে আদালতে পাঠানো হবে।