অবশেষে পুলিশের জালে সুন্দরী তাসমিয়া রশিদ নোভা (২২)। গাঁজার চালান নিয়ে ধরা পড়েছে সে পুলিশের হাতে। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায়। গত ২৫শে আগস্ট রাত ২টার দিকে নরসিংদীর শিবপুর থানা পুলিশ ৩০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে নোভাকে। একটি প্রাইভেটকারে করে এই গাঁজা নিয়ে নরসিংদীর রায়পুরায় যাচ্ছিল সে।
শিবপুর থানা পুলিশ জানিয়েছে, গোপনসূত্রে তারা আগেই জানতে পারেন ব্রাহ্মণবাড়িয়া থেকে সবুজ রংয়ের একটি প্রাইভেটকারে বিপুল পরিমাণ মাদক নরসিংদী আসছে। পরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাকে। পুলিশ টার্গেটকৃত প্রাইভেটকারটিকে ফলো করছে বুঝতে পেরে নরসিংদী ও ইটাখোলার মাঝামাঝি স্থান থেকে যশোর রোডে ঢুকে যায় সেটি। ওই রোডে ঢুকে চালক প্রাইভেটকারটি রেখে দ্রুত পালিয়ে যায়। পুলিশ দল সেখানে পৌঁছে গাড়িটি তল্লাশি করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করে। গ্রেপ্তার করে নোভাকে।
পুলিশের কব্জায় নোভার ছবি ব্রাহ্মণবাড়িয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কাজীপাড়া মহল্লার সীমা ছাড়িয়ে তাকে নিয়ে আলোচনা শহরজুড়ে। তার বিরুদ্ধে মাদক সেবন, মাদক ব্যবসাসহ আরও নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। নিজের রূপের জালে ফেলে সর্বনাশ করছে সে তরুণ-যুবকদের।
নরসিংদী পুলিশের কর্মকর্তারা জানান, নোভা দীর্ঘদিন ধরেই মাদক চোরাচালানে জড়িত। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে অভিজাত বেশের আড়ালে মাদক চোরাচালান করে যাচ্ছিল সে দিব্যি। নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম সাংবাদিকদের জানান-ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী আখাউড়া ও বিজয়নগর থেকে কামরুল ও বাবু সিন্ডিকেটের মাধ্যমে এসব মাদকদ্রব্য আসছে। সীমান্ত থেকে মাইক্রো-প্রাইভেটকারে করে তারা ক্রেতাদের কাছে মাদক পৌঁছে দেয়। এক্ষেত্রে নোভার মতো নারীদের ব্যবহার করছে বাবু ও কামরুল।