Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাতে ডেকে নিয়ে যায়, সকালে মিলল মাথাবিহীন মরদেহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২২, ০৩:০১ PM
আপডেট: ৩১ আগস্ট ২০২২, ০৩:০১ PM

bdmorning Image Preview


সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের বকচরা এলাকা খেকে ইয়াছিন আলী (৪৫) নামে এক চা-বিক্রেতার মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইয়াছিন আলী শহরের সুলতানপুর কাজিপাড়ার মৃত শাহবাজ মোল্লার ছেলে। তিনি শহরের পুরাতন সাতক্ষীরা বাজারে চা বিক্রি করতেন। 

নিহতের মেয়ে জেসমিন নাহার জানান, মঙ্গলবার বিকেল ৪টার দিকে এক ব্যক্তি বাবাকে কাজের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর রাতে তিনি আর বাড়িতে ফেরেননি। সকালে মাথা ছাড়া তার মরদেহ পাওয়া গেছে। 

সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান জানান, খবর পেয়েই পুলিশের পুরো টিম তদন্ত কার্যক্রম শুরু করেছে। মরদেহের বিচ্ছিন্ন মাথা এখনো খুঁজে পাওয়া যায়নি। ঘটনার ক্লু উদঘাটন ও জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।

Bootstrap Image Preview