Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফেরিঘাট থেকে নদীতে পড়ে রাজস্ব কর্মকর্তা নিখোঁজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩৬ AM
আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩৬ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


পিরোজপুরে ফেরিতে ওঠার সময় কঁচা নদীতে পড়ে এক রাজস্ব কর্মকর্তা নিখোঁজ আছেন। 

নিখোঁজ আব্দুল্লাহ বিন কাফি (৪০) সাতক্ষীরা কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা।

তার গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের চরটিটিয়া গ্রামে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা থেকে পিরোজপুর হয়ে বরিশাল যাওয়ার পথে তিনি কুমিরমারা ফেরিঘাটে পন্টুন থেকে পা পিছলে নদীতে পড়ে যান।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাওর মো. মাসুদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুল্লাহ বিন কাফির গাড়িচালক ইব্রাহীম স্বপন জানান, ফেরিতে গাড়ি নিয়ে ওঠার সময় কাফি গাড়ি থেকে নেমে মোবাইল ফোনে কথা বলতে বলতে হেঁটেই ফেরিতে উঠছিলেন। এ সময় পন্টুন থেকে পা পিছলে তিনি নদীতে পড়ে যান।

এরপর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পিরোজপুর সদর থানায় খবর দেয়। 

পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়েই ফেরিঘাটে গিয়ে তারা নিখোঁজ রাজস্ব কর্মকর্তাকে সন্ধানের চেষ্টা করছেন। 

তবে পিরোজপুরে ডুবুরি না থাকায় বরিশাল থেকে ডুবুরি দলকে খবর দিয়ে আনা হয়েছে বলে জানান তিনি।

Bootstrap Image Preview