Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পুলিশের গুলিতে নিহত শাওনের বাড়িতে যাচ্ছেন বিএনপি মহাসচিব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২২, ১২:০২ PM
আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২২, ১২:০২ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সময় বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা শাওনের বাড়ি যাচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শুক্রবার (২ সেপ্টেম্বর) ঢাকা থেকে রওয়ানা হয়ে নারায়ণগঞ্জের নবীনগর বাজারে শাওনের বাড়িতে যাচ্ছেন তিনি।

বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ঢাকা পোস্টকে বলেন, বিএনপি মহাসচিবসহ দলের কয়েকজন কেন্দ্রীয় নেতা নিহতের বাড়ি যাওয়ার কথা রয়েছে। যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকুসহ অন্যান্যরাও যাচ্ছেন।

তিনি বলেন, নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানানো এবং পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া যায় সেসব নিয়ে কথা বলবেন বিএনপি মহাসচিব। 

এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে নিহত শাওনের জানাজার নামাজ বাদ জুমা অনুষ্ঠিত হবে।

Bootstrap Image Preview