Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘বিখ্যাত’ হতে তিন দিনে ছয়টি খুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২২, ০৭:৩৮ PM
আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২২, ০৭:৩৮ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


৭২ ঘণ্টার মধ্যে ৬ জনকে হত্যার অভিযোগ উঠেছে ১৯ বছরের এক তরুণের বিরুদ্ধে। ঘুমন্ত নিরাপত্তারক্ষীদের ওপর আক্রমণ করে হাতুড়ি, কোদাল বা পাথর দিয়ে মাথায় আঘাত করে নৃশংসভাবে হত্যা করা হতো তাদের। তবে অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ১৯ বছরের ভয়ানক এই সিরিয়াল কিলার। এ ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের সাগর জেলায়। খবর টাইমস অব ইন্ডিয়ার।

 বলা হয়েছে, গত ২৮ আগস্ট কল্যাণ লোধী (৫০) নামের একটি কারখানার নিরাপত্তারক্ষীর মরদেহ উদ্ধার করে পুলিশ। হাতুড়ি দিয়ে তার মাথা থেঁতলে দেয়া হয়েছিল। এরপর একইরকমভাবে খুন হওয়া আরও ২ জন নিরাপত্তারক্ষীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শুক্রবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোরে তাকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত তরুণের দাবি, শুধুমাত্র বিখ্যাত হতে একের পর এক খুন করেছেন তিনি। তবে পুরিশের কাছে ৩টি খুনের তথ্য থাকলেও এই তরুণের দাবি, মোট ৬টি খুন করেছেন তিনি। বাকি হত্যাকাণ্ডগুলো সম্পর্কে জানতে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Bootstrap Image Preview