Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অপহরণ নয় আত্মগোপনে ছিলেন তিনি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২২, ০২:৩০ PM
আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২২, ০২:৩০ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


নিখোঁজের একমাস পর উদ্ধার হয়েছেন পল্লী সঞ্চয় ব্যাংক মির্জাপুর শাখার ক্যাশ সহকারী লাভলু মিয়া। সোমবার (৫ই সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন সেই ঘটনার তদন্ত কর্মকর্তা মো. শাহজাহান। রোববার তাকে গাজীপুর জেলার চন্দ্রা রেললাইন এলাকা থেকে উদ্ধারের পর সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান। তবে অপহরণ নয় লাভলু মিয়া এতোদিন স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ২রা আগস্ট দুপুরে পল্লী সঞ্চয় ব্যাংক শাখা থেকে নিখোঁজ হন ব্যাংকটির ক্যাশ সহকারী লাভলু মিয়া। এ ঘটনায় লাভলু মিয়ার স্ত্রী থানায় একটি অপহরণ মামলা করেন। তবে ব্যাংক কর্তৃপক্ষ দাবি করে তিনি ব্যাংকের ১০ লক্ষাধিক টাকা নিয়ে উধাও হয়েছেন।

মির্জাপুর থানার উপপরিদর্শক শাহজাহান মিয়া বলেন, লাভলু মিয়াকে উদ্ধারের পর আমরা মামলার নথিসহ দুদকের কাছে আবেদন করেছি। 

পল্লী সঞ্চয় ব্যাংক মির্জাপুর শাখার ব্যবস্থাপক রবিন দত্ত বলেন, লাভলু মিয়াকে উদ্ধারের কথা জেনেছি। প্রতিষ্ঠানের টাকা গরমিলের হিসাব তিনি দিবেন এবং বিধি মোতাবেক দুদক তার বিরুদ্ধে আইনি কার্যক্রম পরিচালনা করবে।

Bootstrap Image Preview