Bootstrap Image Preview
ঢাকা, ১১ রবিবার, মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নিম্নমানের হেলমেট, থেঁতলে গেল প্রকৌশলীর মাথা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২২, ০৪:০৫ PM
আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২২, ০৪:০৫ PM

bdmorning Image Preview


সাভারের আশুলিয়ায় মাথায় হেলমেট থাকা সত্ত্বেও ট্রাকের চাকার নিচে মাথা পড়ে থেঁতলে মৃত্যু হয়েছে মো. দেলোয়ার হোসেন (৪০) নামের এক মোটরসাইকেল আরোহীর।  

নিহত দেলোয়ার হোসেন নিম্নমানের হেলমেট ব্যবহার করছিলেন বলে জানা গেছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড-ইপিজেড সড়কের জিরাবো বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেলোয়ারের গ্রামের বাড়ি বরিশালে এবং তিনি গাজীপুর সিটি করপোরেশনের মন্ন নগর এলাকার নিজাম মাস্টারের বাড়িতে থাকতেন। তিনি পেশায় প্রকৌশলী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে আব্দুল্লাহপুরের দিকে যাচ্ছিলেন দেলোয়ার। এ সময় তিনি জিরাবো এলাকায় পৌঁছালে একটি পিকআপভ্যানের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি সড়কে পড়ে যায়। এই মুহূর্তেই অপরদিক থেকে ছেড়ে আসা একটি ট্রাক দেলোয়ারের মাথার ওপর দিয়ে চলে যায়। এতে মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান দেলোয়ার। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।

মোহেদী হাসান নামের আরেক প্রত্যক্ষদর্শী  বলেন, একটি পিকআপভ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রাকের চাকার নিচে মাথা চলে গেছে মোটরসাইকেল আরোহীর। সঙ্গে সঙ্গে তার মাথা থেঁতলে গিয়ে মারা গেছেন তিনি। যদিও তার মাথায় হেলমেট ছিল। তার মাথা একেবারে থেঁতলে গেছে। মাথার ওপর দিয়ে ট্রাকের চাকা গেছে। হেলমেট ভেঙে মাথার ভেতরে চলে গেছে।

এ বিষয়ে সাভার বাইক রাইডার্সের সদস্য ও মডারেটর মো. রিয়াজ বলেন, আমি দুর্ঘটনাটি দেখেছি। নিহত ব্যক্তি যে হেলমেটটি পরেছিলেন তা নিম্নমানের। আমরা কয়েকটি টাকা বাঁচানোর জন্য ও পুলিশের কাছ থেকে বাঁচতে এসব নিম্নমানের হেলমেট পরি। আসলে এটা কিন্তু আমাদের জন্য ঝুঁকিপূর্ণ।  

আশুলিয়ায় থানার উপ-পরিদর্শক (এসআই) সাহিন নয়ন বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এছাড়া ট্রাক ও পিকআপভ্যানটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তার পরিবার এলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Bootstrap Image Preview