Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২২, ১১:২৯ AM
আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২২, ১১:২৯ AM

bdmorning Image Preview


প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানিয়েছেন ভারেতর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ মঙ্গলবার সকাল ৯টায় (বাংলাদেশ সময় সাড়ে নয়টায়) মোদিসহ তার মন্ত্রী সভার সদস্যরা রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে রাষ্ট্রীয় রীতিতে শেখ হাসিনাকে স্বাগত জানান। এসময় তাঁকে  লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

এর আগে প্রধানমন্ত্রীকে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রার মাধ্যমে রাষ্ট্রপতি ভবনের সামনে নিয়ে যাওয়া হয়।

এরপর তাঁর সম্মানে গান স্যালুট দেওয়া হয়। প্রথমে বেজেছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত, এরপর ভারতের।

প্রধানমন্ত্রী গার্ড অব অনারও পরিদর্শন করেন। পরবর্তী কর্মসূচি হিসেবে প্রধানমন্ত্রী রাজঘাটে যাচ্ছেন। সেখানে তিনি গান্ধীর সমাধি সৌধে মহাত্না গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাবেন।

Bootstrap Image Preview