Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নারায়ণগঞ্জে প্রকাশ্যে মারধরের ভিডিও ভাইরালের ঘটনায় আটক ৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২২, ১১:৪৩ AM
আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২২, ১১:৪৩ AM

bdmorning Image Preview


নারায়ণগঞ্জে প্রকাশ্যে এক যুবককে ছুরিকাঘাত ও মারধরের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার রাতে শহরের চাষাঢ়ায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের প্রবেশমুখে ফুটপাতের ওপর এ ঘটনা ঘটে। ইতিমধ্যেই এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অবশেষে এ ঘটনায় জড়িত সেই যুবক ও তার ২ সহযোগীকে আটক করা হয়েছে। পরে রাতে তাদের ফতুল্লা থানা-পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব। ফতুল্লা মডেল থানার উত্তর চাষাড়া ছোট মসজিদের সামনে থেকে সোমবার সকালে তাদের আটক করা হয়। এ সময় তাদের নিকট থেকে তিনটি সুইচ গিয়ার উদ্ধার করা হয়। আটককৃতরা হলো বন্দর থানার নবীগঞ্জ লক্ষনখোলার মনির হোসেনের পুত্র রনি(২২), সদর থানার চাষাড়া রামবাবুর পুকুর পাড় এলাকার মুন্না মিয়ার পুত্র শরীফ(২১) ও ফতুল্লা মডেল থানার চানমারী নতুন রোডের দুলাল হোসেনের পুত্র রাব্বি(২১)।

বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিয়াজুল হক দিপু। তিনি জানান, এক যুবককে মারধরসহ ছুরিকাঘাতের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ভিডিওটির যুবকদের আটকের পর রাতে ফতুল্লা থানায় সোপর্দ করেছে র‍্যাব-১১’র সদস্যরা।

Bootstrap Image Preview