Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

স্ত্রীর সহযোগিতায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২২, ১২:১০ PM
আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২২, ১২:১০ PM

bdmorning Image Preview


বাগেরহাটের কচুয়ায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের ঘটনায় মামলার প্রধান আসামি মহিউদ্দীন হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৪ সেপ্টেম্বর) ধর্ষণের ঘটনা ঘটে। এদিন রাতেই ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে মহিউদ্দীন ও তার স্ত্রী সাথী বেগমকে আসামি করে কচুয়া থানায় মামলা দায়ের করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান,  কচুয়া উপজেলার দোবাড়িয়া গ্রামের এক দিনমজুরের কিশোরী মেয়েকে ডেকে নিয়ে যায় প্রতিবেশী সখী বেগম। এরপর তার সহযোগিতায় স্বামী মহিউদ্দীন হাওলাদার ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে। পরে কাউকে না জানানোর জন্য হুমকি দেয়া হয়। পরে স্থানীয়রা কিশোরীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি জানিয়েছে এলাকাবাসী।

সোমবার ( ৫ সেপ্টেম্বর) বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহামুদ হাসান বলেন, ধর্ষণের ঘটনা জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত কাজ শুরু করেছে। রোববার রাতে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত মহিউদ্দীন হাওলাদারকে গ্রেফতার করা হয়।  তাকে জিজ্ঞাসাবাদ শেষে সকালে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, সোমবার সকালে জেলা হাসপাতালে নির্যাতনের শিকার কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ।

Bootstrap Image Preview