Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জেলায় জেলায় ঘুরে চুরি করে ৪ বোন, উত্তরা থেকে গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২২, ০৫:১৭ PM
আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২২, ০৫:১৭ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


আবাসিক বাসা থেকে চুরি করার অভিযোগে চার নারীকে আটক করা হয়েছে। আটককৃতরা পরস্পরের বোন বলে জানা গেছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে উত্তরা পশ্চিম থানার ১২নং সেক্টরের একটি ফ্ল্যাট থেকে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ওসি মো. মোহসীন। আটককৃতরা হলেন- আকলিমা খাতুন (২২), মুন্নি আক্তার (২০), তামান্না আক্তার (২২) এবং পিয়ারা খাতুন (২৫)। এদের মধ্যে মুন্নি ও তামান্না আপন বোন। বাকি দুইজন তাদের চাচাতো ও ফুফাতো বোন।

ওসি মো. মোহসীন জানান, তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায়। কিন্তু তারা বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে চুরি করতো। এর আগেও তারা গ্রেফতার হয়েছে। আটককৃতরা বিভিন্ন বাসায় গৃহকর্মী হিসেবে কাজ খোঁজার বাহানায় ঢোকেন। এরপর সুযোগ বুঝে চুরি করে পালিয়ে যান। যেহেতু চুরি করেই তারা অন্য জেলায় পালিয়ে যেতো, তাই তাদের শনাক্ত করতে বেশ বেগ পেতে হয়। মঙ্গলবার সকালে তারা উত্তরা পশ্চিম থানার ১২ নং সেক্টরের একটি বাসায় চুরি করতে গেলে হাতেনাতে তাদের আটক করা হয়। এর আগেও তারা মিরপুরে চুরি করতে গিয়ে আটক হয়। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

Bootstrap Image Preview