Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শ্বশুরবাড়িতে ডেকে এনে স্বামীর গোপনাঙ্গ কর্তন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২২, ০৫:৫২ PM
আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২২, ০৫:৫২ PM

bdmorning Image Preview


কুড়িগ্রামে স্ত্রীর বিরুদ্ধে শ্বশুরবাড়িতে ঘুমের ঘোরে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়া অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত স্বামীকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় স্ত্রী ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের হাপাটারী গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তি (২৫) নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়নের ঝিনঝিরা বালা চর গ্রামের বাসিন্দা।

জানা যায়, এক বছর আগে ওই দম্পতির বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের কলহ চলে আসছিলো। গত শুক্রবার উভয় পরিবারের মধ্যস্থতায় তা নিরসন হয়। পরে ওই দিন সন্ধ্যায় স্ত্রীসহ শ্বশুরবাড়িতে বেড়াতে যান স্বামী। 

ঘটনার দিন শ্বশুরবাড়িতে দুপুরে খাওয়া দাওয়া শেষে স্বামী ঘুমিয়ে পড়েন। সন্ধ্যার দিকে স্ত্রী ব্লেড দিয়ে ঘুমিয়ে থাকা স্বামীর গোপনাঙ্গ কেটে দেন। এসময় তার চিৎকারে গ্রামবাসী এগিয়ে গিয়ে মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারীর একটি ক্লিনিকে ভর্তি করে। 

ওই দিন রাতে নির্যাতনের শিকার স্বামীর বড়ো ভাই জাহাঙ্গীর আলম বাদি হয়ে দুইজনকে আসামি করে কচাকাটা থানায় একটি মামলা দায়ের করেন। 

পরে রাতে অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত স্ত্রী সাহিনা বেগম ও শাশুড়িকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।  

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজা জানান, গ্রেপ্তারদের রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

Bootstrap Image Preview