Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তরুণীর চোখে চোখ রেখে ১ লাখ ৪০ হাজার টাকা হারাল রাজিব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২২, ০১:০৯ PM
আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২২, ০১:০৯ PM

bdmorning Image Preview


ফেনীতে প্রেমের ফাঁদে ফেলে রাজিব মজুমদার (৩৫) নামে এক যুবকের সর্বস্ব লুটে নিলো একটি প্রতারক চক্র। শহরের নাজির রোডে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ফেনী সদর উপজেলার দেবীপুর গ্রামের দুলাল মজুমদারের ছেলে রাজিবের সঙ্গে দুই সপ্তাহ আগে চট্টগ্রামে যাওয়ার পথে চোখাচোখির সূত্র ধরে মাহি নামে এক তরুণীর পরিচয় হয়। পরে তারা মোবাইল নম্বর বিনিময় করেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে ফোন করে মাহি ফেনী শহরের নাজির রোডে নিজের বাসায় ডাকেন রাজিবকে। রাজিব ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে মাহির বাসায় যায়। বাসায় যাওয়ার কিছুক্ষণ পরই বিদ্যুৎ চলে যায়।

এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা মাহির সহযোগীরা বাসায় প্রবেশ করেন এবং মাহির সঙ্গে রাজীবকে ঘনিষ্ঠ ছবি ও ভিডিও করতে বাধ্য করেন। এ সময় অজ্ঞাত পাঁচ যুবক রাজীবকে চড়-থাপ্পর ও কিল-ঘুষি মেরে সঙ্গে থাকা নগদ ৫ হাজার ৭০০ টাকা, মোবাইল ও মোটরসাইকেলের সব কাগজপত্র ছিনিয়ে নেয়। এছাড়া মাথায় পিস্তল ঠেকিয়ে মোটরসাইকেল বিক্রির স্টাম্পে স্বাক্ষর নেয় এবং ১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের মোটরসাইকেলটি নিয়ে যায়।

শুধু তাই নয়, রাজিবকে বিকাশের মাধ্যমে ২ লাখ টাকা এনে দিতেও বলে প্রতারকরা। পরে শহরের নিহা মেডিকেল সেন্টার থেকে রাজিবের বন্ধু আজাদকে ফোন দিয়ে বিকাশে ১০ হাজার টাকা নিয়ে বিকেল পৌনে ৪টার দিকে তাকে ছেড়ে দেয়। মুক্ত হয়ে রাজিব মজুমদার ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর মাহিসহ অজ্ঞাতনামা পাঁচজনের নামে লিখিত অভিযোগ করেন।

Bootstrap Image Preview