Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

একজন বন্ধু ও অভিভাবক হারালাম: শেখ হাসিনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২২, ১২:২৭ PM
আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২২, ১২:৩১ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে বাংলাদেশের জনগণ শুধু একজন বিশ্বস্ত বন্ধুকেই নয়, একজন প্রকৃত অভিভাবককে হারিয়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রানির মৃত্যুতে গভীর শোক জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশের নাগরিকদের জন্যও অনুপ্রেরণা, সাহস এবং শক্তির এক অসাধারণ উৎস হয়ে থাকবেন তিনি।

শুক্রবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এলিজাবেথ ট্রাসকে পাঠানো এক শোকবার্তায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শোকবার্তায় তিনি লিখেন, ‘রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষে ও আমার পক্ষ থেকে আপনার মাধ্যমে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।’

রানির বিদেহী আত্মার শান্তি ও মঙ্গল কামনা করেন প্রধানমন্ত্রী।

রানি দ্বিতীয় এলিজাবেথ কমনওয়েলথভুক্ত দেশগুলোর ২৫০ কোটি জনগণের স্তম্ভ এবং শক্তিই ছিলেন না, বরং তিনি মর্যাদা, প্রজ্ঞা এবং সেবারও প্রতীক ছিলেন বলে মনে করেন শেখ হাসিনা।

তিনি লিখেন, ‘বিশ্বের সমসাময়িক ইতিহাসে সবচেয়ে কিংবদন্তি এবং দীর্ঘতম রাজত্বকারী রানি হিসেবে কর্তব্য, সেবা এবং ত্যাগের সর্বোচ্চ মান স্থাপন করেছেন।’

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে রানি দ্বিতীয় এলিজাবেথ বাংলাদেশের জনগণের কাছে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন, ‘আমরা বন্ধুত্ব এবং স্নেহের বন্ধন ভাগ করে নিই, যা আমাদের অংশীদারত্বের ভিত্তি হিসেবে রয়ে গেছে, যা ৫০ বছর আগের মতো আজও গুরুত্বপূর্ণ।’

শোকবার্তায় রানির পাঠানো বার্তাটিকে ‘সবচেয়ে আবেগপূর্ণ বার্তা’ হিসেবে উল্লেখ করেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘কমনওয়েলথভুক্ত দুটি দেশের মধ্যে সম্পর্ককে জোরদারে এ বার্তা বারবার হৃদয় থেকে হৃদয়ে ধারণ করা হবে। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে বাংলাদেশের মানুষ এবং আমি ব্যক্তিগতভাবে শুধু একজন বিশ্বস্ত বন্ধুকেই হারালাম না, একজন প্রকৃত অভিভাবকও হারালাম।’

রানি দ্বিতীয় এলিজাবেথ বাংলাদেশের জনগণের কাছে অনুপ্রেরণা, সাহস এবং শক্তির এক অসাধারণ উৎস হয়ে থাকবেন জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, এ দেশের মানুষ তার ঐতিহাসিক দুটি রাজকীয় সফরের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি আরও লিখেন, ‘অটোয়া ও কিংস্টনে কমনওয়েলথ সরকারপ্রধাদের দুটি সভায় ব্রিটেনের রানির সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি অমর হয়ে থাকবে।’

২০১৮ সালে লন্ডনে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের বৈঠকের সময়ে রানির সঙ্গে নিজের শেষ ব্যক্তিগত আলাপের কথাও স্মরণ করেন প্রধানমন্ত্রী।

Bootstrap Image Preview