নওগাঁ জেলা থেকে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ফুফুর বাড়িতে বেড়াতে এসে ভারত-বাংলাদেশ সীমান্তে খুন হয়েছেন তুষার খাঁ (৩৫) নামের এক যুবক। কিন্তু কারা সীমান্তের জিরো পয়েন্টের কাছে তাকে হত্যা করে ভারত অংশে মরদেহ ফেলে যায় এ নিয়ে বিজিবি ও পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। গতকাল বৃহস্পতিবার পতাকা বৈঠক শেষে বিজিবি সন্ধ্যায় তুষারের মরদেহ পুলিশের নিকট হস্তান্তর করে।
শুক্রবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত তুষার নওগাঁ জেলার রানী নগর বালুভরা গ্রামের এলাকার মোসলেম খাঁর ছেলে।
সীমান্তের বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ ও বিজিবি জানায়, ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী নারায়ণপুর ও ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাই জেলার করমচুরা থানার রহিমপুর এলাকায় বৃহস্পতিবার গুরুতর আহত অবস্থায় তুষার নামের এক বাংলাদেশি যুবকের মরদেহ পাওয়া যায়। কিন্তু প্রথম দিকে তার পরিচয় ও কোন দেশের বাসিন্দা এ নিয়ে বিজিবি ও বিএসএফ তর্কে জড়িয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, সময় মতো চিকিৎসা না পাওয়ায় সবার চোখের সামনেই তুষার মারা যান। পরে পতাকা বৈঠক চলাকালে তুষারের স্বজনরা পরিচয় নিশ্চিত করার পরই বিজিবি সদস্যরা মরদেহ গ্রহণ করে পুলিশে হস্তান্তর করে।
তুষারের ফুফু আসমা বেগম জানান, তুষার তার অসুস্থ ফুফা আবু তাহেরকে দেখতে নওগাঁ থেকে ব্রাহ্মণপাড়ায় আসে। কিন্তু কারা এবং কেন তাকে হত্যা করল তা বের করতে তিনি পুলিশের কাছে দাবি জানিয়েছেন।
বিজিবি শশীদল বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল খালেক জানান, আন্তর্জাতিক সীমানায় পতাকা বৈঠক করেও আমরা তুষারের পরিচয় নিয়ে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত নিশ্চিত সিদ্ধান্তে যেতে পারিনি। তবে এক পর্যায়ে ওই যুবকের ফুফু আসমা বেগম ঘটনাস্থলে গিয়ে তার পরিচয় নিশ্চিত করেন। ততক্ষণে ওই যুবক মারা যান। পরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে পুলিশের নিকট মরদেহ হস্তান্তর করি।
শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওপ্পেলা রাজু নাহা বলেন, আমরা মরদেহ গ্রহণ করার পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। মরদেহের সুরতহালে তুষারের শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছি। স্বজনরা দাফনের জন্য মরদেহ নওগাঁয় নিয়ে গেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী রেশমা আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।