Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশে মার্কিন নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্র দূতাবাসের সতর্কতা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২২, ০১:২৭ PM
আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২, ০১:২৭ PM

bdmorning Image Preview


আসছে ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলার ২১তম বার্ষিকী। এ উপলক্ষে বাংলাদেশে অবস্থানরত সকল মার্কিন নাগরিকদের পর্যাপ্ত ব্যক্তিগত পূর্ব সতর্কতা গ্রহণের আহবান জানিয়েছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস। সম্প্রতি দূতাবাসের ওয়েবসাইটে এ ঘোষণা দেওয়া হয়েছে।

এছাড়াও, দূতাবাস নিজ দেশের নাগরিকদের স্মরণ করিয়ে দিয়েছে যে বাংলাদেশ বর্তমানে  'লেভেল ২ ট্র‍্যাভেল এডভাইজারি'তে রয়েছে, যার মানে বাংলাদেশে অপরাধ, সন্ত্রাসবাদ এবং অপহরণের জন্য ভ্রমণকারীদের বর্ধিত সতর্কতা অবলম্বন করা উচিত।

ব্যক্তিগত নিরাপত্তা রক্ষায় বেশকিছু পরামর্শও দিয়েছে দূতাবাস। সেগুলোর মধ্যে রয়েছেঃ বড় ধরনের ভীড় এড়িয়ে চলা, নিজের চারপাশ সম্পর্কে সচেতন থাকা, সাথে সর্বদা (চার্জ রয়েছে এমন) সেল ফোন এবং ফটো আইডি বহন করা, ট্র্যাফিকে পড়লে যতটা সম্ভব জায়গা ছাড়ার চেষ্টা করা বা অন্য বিকল্প পথ ব্যবহার করা।

Bootstrap Image Preview