Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকরা বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করছে: প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২২, ১২:২৩ PM
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২২, ১২:২৫ PM

bdmorning Image Preview


বাংলাদেশের ভেতরে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের অবস্থান বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করছে। সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে ৪৬তম ইন্দো প্যাসিফিক আর্মি ম্যানেজমেন্ট সেমিনার ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধনকালে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সাথে বৈরীতা নয়’ এই নীতিতে বিশ্বাস করে বাংলাদেশ।

প্রসঙ্গত, সোমবার থেকেই ঢাকায় শুরু হয়েছে ৪৬তম ইন্দো প্যাসিফিক আর্মি ম্যানেজমেন্ট সেমিনার। চারদিন ব্যাপী এই সেমিনার যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও ইউএস আর্মি প্যাসিফিক।

এবারের থিম ‘ইন্দো-প্রশান্ত মহাসাগরে শান্তি ও নিরাপত্তা বজায়ে রাখার চ্যালেঞ্জ ও সম্ভাবনা’। সিনিয়র সামরিক কর্মকর্তাদের নেতৃত্বে ২৬টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন এই সেমিনার।

Bootstrap Image Preview