Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তাদের ‘বিয়ে বাণিজ্য’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৭:১৪ AM
আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৭:১৪ AM

bdmorning Image Preview


‘মনপুরা’ চলচ্চিত্রের আলোড়ন তোলা নায়িকা ফারহানা মিলির সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধলেন অভিনেতা রাশেদ সীমান্ত। নাটকের নাম ‘বিয়ে বাণিজ্য’। টিপু আলম মিলনের গল্পে সুবাতা রাহিক জারিফার চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন এবি রোকন। আরও অভিনয় করেছেন অলিউল হক রুমি, শফিক খান দিলুসহ অনেকে।  

সম্প্রতি  ঢাকার উত্তরায় শুটিং হলো নাটকটির। নাটকটি নিয়ে দারুণ আশাবাদী রাশেদ সীমান্ত। বিশেষ করে ফারহানা মিলির হৃদয় ছোঁয়া অভিনয় মানুষ মনে রাখবে দীর্ঘদিন।

গল্পকার টিপু আলম মিলন বলেন,  নাটকের নায়ক জগলুল হায়দার তথ্য গোপন করে একের পর এক বিয়ে করেন এবং কিছুদিন পর পর তার অবস্থান পরিবর্তন করেন। তিনি কোনো সাধারণ মানুষকে বিয়ে করেন না। তিনি দূরারোগ্য রোগে আক্রান্ত অসহায় গরিব মেয়েদের বিয়ে করেন এবং তাদের সকল দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন।

এভাবে একের পর এক বাড়তে থাকে জগলুল হায়দারের বিয়ের সংখ্যা। এতে তাকে সাহায্য করেন তার সহকারী সিদ্দিক। ১৬তম বিয়েতে জগলুল হায়দারের ঘরে স্ত্রী হয়ে আসে লাবণী। সেও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত কিন্তু লাবণী চায় তার স্বামীর সেবা করতে যা জগলুলের অতীতের কোনো স্ত্রী করেনি। অবাক হয় জগলুল। এভাবেই এগিয়ে যায় কাহিনী। নাটকটি দ্রুতই প্রচার হবে বৈশাখী টেলিভিশনে।  

Bootstrap Image Preview