Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চিংড়ি ঘেরে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২২, ১১:০১ AM
আপডেট: ০৭ অক্টোবর ২০২২, ১১:০১ AM

bdmorning Image Preview


বাগেরহাটের মোংলায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

জেলার শরনখোলা উপজেলার রায়েন্দা ফেরিঘাট এলাকা থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে তাকে আদালতে তোলা হবে।

এর আগে ওই একই দিন বিকেলে ওই শিক্ষার্থীর বাবা তার অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ করেন, যা রাতে মামলা হিসেবে নেয় পুলিশ।

গ্রেপ্তার ২০ বছর বয়সী মুসা খান পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা। মুসা সেজবুনিয়া-মাকোড়ঢোন এলাকায় তার দুলাভাইয়ের বাড়িতে বেড়াতে এসেছিল।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম নিউজবাংলাকে এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে ওই ছাত্রী তার দাদা বাড়ি থেকে নিজের বাড়িতে যাচ্ছিল। পথে মুসা ওই কিশোরীকে পাশের একটি চিংড়ি ঘেরে নিয়ে ধর্ষণ করে।

বাড়িতে যাওয়ার পর ওই কিশোরী অসুস্থ হয়ে পড়লে তার পরিবার থানায় এ বিষয়ে জানায় এবং দুপুরের দিকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি মনিরুল বলেন, ‘ওই মেয়ের বাবার অভিযোগের প্রেক্ষিতে আমরা মুসাকে গ্রেপ্তার করেছি। ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা করা হবে। এ ছাড়া আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Bootstrap Image Preview