Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কক্সবাজারের রয়েল টিউলিপ হোটেলের সুইমিংপুলে শিশুর মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২২, ০৩:৪৩ AM
আপডেট: ০৮ অক্টোবর ২০২২, ০৩:৪৩ AM

bdmorning Image Preview


কক্সবাজারের ইনানী সৈকতের পাঁচ তারকা মানের হোটেল রয়েল টিউলিপ সী পার্ল হোটেলের সুইমিংপুলে গোসল করতে নেমে মারা গেছে এক পর্যটক শিশু। শুক্রবার (৭ অক্টোবর) সন্ধ্যায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। হোটেলটি পরিচালনায় নিরাপত্তাসহ অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে।

মারিয়া চৌধুরী (৭) নামের ওই শিশু তার মা সাবিনা ইয়াসমিন চৌধুরীসহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে বেড়াতে আসে কক্সবাজারে। তারা চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বাসিন্দা।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী তারকা মানের হোটেলটির সুইমিংপুলে পর্যটক শিশুর মর্মান্তিক মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান- ‘হোটেলটির নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত থাকলে এরকম অনাকাঙ্খিত দুর্ঘটনা ঘটার কথা নয়। ’

ওসি জানান, একটি পাঁচ তারকা মানের হোটেলের সুইমিংপুলে নিরাপদ গোসলের কি সব ব্যবস্থা রয়েছে তার বিস্তারিত জানার জন্য ইতিমধ্যে হোটেলের ব্যবস্থাপক ও নিরাপত্তা কর্মকর্তাকে থানায় নোটিশ দিয়ে ডাকা হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় তাদের থানায় উপস্থিত হতে বলা হয়েছে।

জানা গেছে, সুইমিংপুলে প্রাপ্ত-অপ্রাপ্ত বয়স্কদের নিরাপদ গোসল করার জন্য কোনো নির্দেশিকা সেখানে নেই। নেই এসব সতর্ক করার জন্য কোনো নিরাপত্তা কর্মীও। এ ছাড়াও ওয়াটার পার্ক নামের যে বিনোদন কেন্দ্রটি রয়েছে সেখানেও অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার কারণে দর্শনার্থীদের ভোগান্তির অভিযোগও উঠেছে।

এসব বিষয়ে জানার জন্য রাতে হোটেলটির নিরাপত্তা কর্মকর্তার মোবাইলে যোগাযোগ করলেও তিনি মোবাইল রিসিভড করেননি। এমনকি ক্ষুধে বার্তা দিলেও কোনো জবাব মিলেনি।

Bootstrap Image Preview