Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রবাসী স্বামীর ১২ লাখ টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে পালাল স্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২২, ০৬:০৪ PM
আপডেট: ১১ অক্টোবর ২০২২, ০৬:০৪ PM

bdmorning Image Preview


লক্ষ্মীপুরের রায়পুরে নগদ ৭৫ হাজার, এফডিআর ১২ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার নিয়ে এক প্রবাসীর স্ত্রী (২৭) উধাও হওয়ার খবর পাওয়া গেছে। একই সঙ্গে পাশের বাসার ১৫ বছরের এক তরুণীকেও নিয়ে যায়। তবে ওই তরুণী তার এক প্রেমিকের সঙ্গে রয়েছেন।

এ ঘটনায় সোমবার দুপুরে (১০ অক্টোবর) ওই গৃহবধূ ও তার প্রেমিককে আসামি করে লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন প্রবাসীর মা। বাদীর আইনজীবী অ্যাডভোকেট আরিফ সত্যতা স্বীকার করেন।

ওই গৃহবধূ সপ্তম ও দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া দুই কন্যাসন্তানের জননী। ঘটনার পর থেকে প্রবাসী, তার বৃদ্ধ মা ও দুই কন্যা সন্তানের কান্নায় দুই পরিবারে ক্ষোভ বিরাজ করছে।

জানা যায়, ১৩ বছর আগে রায়পুর পৌরসভার প্রবাসীর সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় ওই মেয়ের। তাদের ঘরে ১২ ও ৯ বছর বয়সী দুটি কন্যাসন্তান রয়েছে।

সম্প্রতি জেলার রামগতি উপজেলার আলেকজেন্ডার গ্রামের এক ব্যক্তির সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয় ওই প্রবাসীর স্ত্রী। বিষয়টি জানাজানি হলে গত ৫ অক্টোবর ওই ব্যক্তির সঙ্গে প্রবাসীর বাড়ি থেকে পালিয়ে যান গৃহবধূ। প্রেমিকের সঙ্গে যাওয়ার সময় ইনস্যুরেন্সে জমানো এফডিআরের ১২ লাখ টাকা, নগদ ৭৫ হাজার টাকা ও ৬ ভরি স্বর্ণ নিয়ে যায়।

সোমবার সৌদি প্রবাসী জানান, প্রবাস জীবনের জমানো ২০ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। তিনি ন্যায়বিচার চেয়েছেন।

রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনা শুনেছি। তবে থানায় মামলা হয়নি। আদালতে মামলা হয়েছে বলে শুনেছি।

Bootstrap Image Preview