Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ধানমণ্ডিতে হোম সার্ভিস দিতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার পার্লার কর্মী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২, ০৫:৩১ PM
আপডেট: ১২ অক্টোবর ২০২২, ০৫:৫১ PM

bdmorning Image Preview


পার্লারের হোম সার্ভিস দিতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক নারী পার্লার কর্মী। তাকে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।  

গতকাল মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে ঘটনাটি ঘটে। ওই নারীর স্বামী জানিয়েছেন, তার স্ত্রী পার্লারের কাজ শিখেছেন।  পার্লারের হোম সার্ভিসের ব্যাপারে তিনি অনলাইনে বিজ্ঞাপন দিয়েছিলেন।

তিনি বলেন, ‘গতকাল সন্ধ্যায় এক নারী ধানমণ্ডি-২৮ থেকে ফোন করে স্ত্রীকে কাজ করানোর কথা বলে ডেকে নিয়ে যায়। সেখানে গেলে ওই নারী তাকে রাস্তা থেকে রিসিভ করে একটি  বাসার দ্বিতীয় তলায় নিয়ে যায়। এরপর ওই নারীসহ তিন যুবক তাকে মারধর করে। পরে জোরপূর্বক ধর্ষণ করে তাকে রাস্তায় ছেড়ে দেয়। ’

সংবাদ পেয়ে স্বামী তাকে উদ্ধার করে ওই রাতেই ঢামেক হাসপাতাল নিয়ে আসেন। তিনি বর্তমানে ঢামেকের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি রয়েছেন।

ধর্ষণের শিকার ওই নারীর স্বামীর বন্ধু আলামিন জানান, সাত মাস আগে তাদের বিয়ে হয়।  তার বন্ধুর স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন।

ধানমণ্ডি থানার ওসি মো. ইকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হাসপাতাল ও ভিকটিমের পক্ষ থেকে বিষয়টি আজ আমাদের জানানো হয়েছে।  এ বিষয়ে আমরা কাজ করছি।  যেই নারী তাকে হোম সার্ভিসের জন্য ডেকে নিয়ে গিয়েছিলেন, আমরা তাকে শনাক্তের চেষ্টা করছি। যেহেতু কেবল ভিকটিমই চেনেন ওই নারীর বাসা, তাই তিনি অসুস্থ থাকায় এ মুহূর্তে তাকেও নিয়ে যাওয়া যাচ্ছে না। ’

Bootstrap Image Preview