Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঘূর্ণিঝড় সিত্রাংয়ে সেন্ট মার্টিনে ভেসে এলো বিশাল বিদেশি জাহাজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২২, ০৪:৪৫ PM
আপডেট: ২৪ অক্টোবর ২০২২, ০৪:৪৫ PM

bdmorning Image Preview


ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে উত্তাল সাগর থেকে টেকনাফের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে একটি বিশাল বিদেশি জাহাজ ভেসে এসেছে। জাহাজটি ছেঁড়া দ্বীপে আটকা পড়েছে। সোমবার (২৪ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। 

জানা যায়, নাবিকবিহীন জাহাজটির ওপরের অংশ খোলা। এতে অনেক কন্টেইনার ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল রয়েছে। জাহাজটিতে কয়েক কোটি টাকার সম্পদ রয়েছে বলে একাধিক সূত্র জানায়।

সেন্ট মার্টিনের বাসিন্দা জসিম উদ্দিন বলেন, জাহাজটি প্রথমে পর্যটকবাহী মনে করেছিলাম। পরে কাছে গিয়ে দেখি এটি একটি কন্টেইনারবোঝাই জাহাজ। সেখানে কারো দেখা মেলেনি। যদি প্রশাসনের কেউ না আসে, তবে গুরুত্বপূর্ণ মালামাল লুট হতে পারে। 

মোহাম্মদ আব্দুর রহমান নামে এক যুবক বলেন, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে জাহাজটি তীরে এসেছে। এটা কোন দেশের সেটাও বুঝতে পারছি না। 

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, বিদেশি জাহাজের খবরটি স্থানীয়রা জানালে পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনকে অবহিত করি। আপাতত কিছু বলতে পারছি না।

Bootstrap Image Preview