Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শনিবার, আগষ্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পরীক্ষায় অন্যের খাতা না দেখে লেখার অভিনব পদ্ধতি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২২, ১২:৩১ PM
আপডেট: ২৫ অক্টোবর ২০২২, ১২:৩১ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ফিলিপাইনে পরীক্ষা দেওয়ার সময় অন্যের খাতা না দেখে লেখার জন্য অভিনব পদ্ধতি বের করেছেন শিক্ষার্থীরা। মজার ছলে বানানো সেসব জিনিসপত্র দেখে নেটিজেনরা ব্যাপক আনন্দ পেয়েছেন।বিবিসি জানিয়েছে, ঘটনাটি ঘটেছে ফিলিপাইনে লেগাজপি শহরের একটি কলেজে। ওই কলেজের শিক্ষার্থীদের বলা হয়েছিল, অভিনব এমন কিছু মাথায় দিয়ে আসতে, যার ফলে অন্যের লেখা নিজে দেখা যাবে না।

কেউ কেউ কার্ডবোর্ড ব্যবহার করে বাড়িতেই অভিনব 'টুপি' বানিয়ে পরীক্ষা দিতে গেছেন। কেউ আবার ডিম রাখার বক্স দিয়ে চুরিবিদ্যা হতে নিজেকে দূরে রাখার চেষ্টা করেছেন। কেউ হ্যাট পরেছেন, হেলমেট কিংবা হ্যালোইন মাস্কও পরেছেন অনেকে। বিকোল ইউনিভার্সিটি কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক মেরি জয় জানান, পদ্ধতিটি সত্যিই কার্যকর।  

সম্প্রতি অর্ধবার্ষিক পরীক্ষায় ওই পদ্ধতি অবলম্বন করা হয়েছে। পরীক্ষায় কাউকে অসদুপায় অবলম্বন করতে দেখা যায়নি বলেও জানিয়েছেন মেরি জয়।

Bootstrap Image Preview