Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজ মীমের সম্পর্ক, পরীমনির সংসারে আগুন! 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২২, ০১:১৫ PM
আপডেট: ১০ নভেম্বর ২০২২, ০১:১৫ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


পরীমনির সুখের সংসারে আগুন। নিজের  স্বামী শরীফুল ইসলাম রাজ ও বিদ্যা সিনহা মিমের মধ্যে প্রেমের সম্পর্ক নিয়ে করেছেন বিস্ফোরক মন্তব্য। অন্যদিকে রাজ-মিমের প্রেমের কারিগর হিসাবে রায়হান রাফিকে দালাল বলেও অভিযুক্ত করেছেন পরীমনি। 

বুধবার দিনগত রাত তিনটার দিকে ফেসবুকে একটি বিস্ফোরক পোস্ট দিয়ে এসব কথা লেখেন পরীমনি। সেখানে নিজের স্বামী শরীফুল ইসলাম রাজের উদ্দেশ্যেও একটি বার্তা দিয়েছেন নায়িকা।

পরীমনি লিখেছেন, ‘রায়হান রাফি সিনেমার সাথে সাথে দালালিটাও ভালো করেন দেখছি! বিদ্যা সিনহা মিম নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল। মোহাম্মদ শরীফুল ইসলাম রাজ, এটা এতদূর গড়াতে দেওয়া উচিত হয়নি তোমার। ধন্যবাদ।’

পরীমনির এই পোস্টের মানে কী? কেন তিনি পরিচালক রায়হান রাফিকে দালাল তকমা দিলেন? এর জবাব না মিললেও মিম ও রাজের ব্যাপারটা নিয়ে বাজারে কানাঘোষা আছে। 

শোনা যাচ্ছে, পর্দার মতো বাস্তবেও মিম ও রাজের রসায়ন বেশ জমে উঠেছে। ‘দামাল’ সিনেমার প্রচারে এ জুটির হাত ধরাধরি করে ক্যামেরায় বন্দি হওয়া মুহূর্ত এরইমধ্যে ভাইরাল হয়েছে। যেটি প্রকাশ করেছিলেন রাজের স্ত্রী স্বয়ং পরীমনি। ক্ষোভও ঝেড়েছিলেন।

সেই জলই অনেক দূর গড়িয়ে গেছে বলে শোনা যাচ্ছে। সেটাই নিজের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়ে দিলেন পরীমনি। এর আগেও এই নায়িকা রাজ-মিমের উদ্দেশ্যে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে নিজের মনের অবস্থার কথা প্রকাশ করেছিলেন।

অর্থাৎ, রাজ-মিম ইদানিং একটু বেশিই মেলামেশা করছেন বলে মনে করছেন পরীমনি। আর নিজের সিনেমার স্বার্থে তাদের পুরোপুরি সহযোগিতা করছেন পরিচালক রায়হান রাফি। সে কারণেই পরীমনি তাকে ‘দালাল’ তকমা দিয়েছেন বলে মত নেটিজেনদের।

গত বছরের সেপ্টেম্বরে অভিনেতা শরীফুল রাজকে বিয়ে করেন পরীমনি। সম্প্রতি তারা পুত্রসন্তানের অভিভাবক হয়েছেন। ছেলে শাহীম মোহাম্মদ রাজ্যকে নিয়ে সুখের ভেলায় ভাসছিলেন তারকা দম্পতি। তৃতীয় পক্ষের আগমনে সেই সুখের সংসারে যেন ভিন্ন বাতাস বইছে।

Bootstrap Image Preview